সিলেট : আহত ঝুমা বেগম সুমাসিলেটের জকিগঞ্জে ঝুমা বেগম সুমার ওপর হামলাকারী ও মামলার প্রধান আসামি বাহার উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় জকিগঞ্জের মির্জাচক হাওরের একটি জঙ্গল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ইলেক্ট্রিশিয়ান বাহার উদ্দিন জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। সুমা জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের দিনমজুরর মুসলিম উদ্দিনের মেয়ে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান হাওলাদার বাংলা ট্রিবিউনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জকিগঞ্জের মির্জাচক হাওরের একটি জঙ্গল থেকে পুলিশ বাহার উদ্দিনকে গ্রেফতার করে।
তিনি জানান, স্বীকারোক্তিমূলক জবানবিন্দর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
জানা যায়, প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জের তরুণী ঝুমা বেগম সুমার ওপর হামলার ঘটনায় সোমবার রাতে জকিগঞ্জ থানায় ভিক্টিমের মা করিমা বেগম বাদী হয়ে বাহার উদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এছাড়াও সুমার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ৩/৪জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, রবিবার বিকেলে সিলেটের জকিগঞ্জ থেকে নিজ গ্রামের বাড়িতে ফেরার পথে কালীগঞ্জ বাজারে ঝুমা ওরফে সুমাকে কুপিয়ে আহত করে বাহার উদ্দিন। আহত সুমাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম