মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭, ০৬:০০:৩৮

সিলেটে পুলিশের উপর হামলা, আহত ৫

সিলেটে পুলিশের উপর হামলা, আহত ৫

সিলেট প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারের আলীনগরে বিলের অবৈধ দখলদারদের অতর্কিত হামলায় এক এসআইসহ ৫ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় আত্মরক্ষার্থে পুলিশ দু’রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে জুবের নামে একজনকে পুলিশ আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ৭।

সোমবার সকালে আলীনগর ইউনিয়নের কাদিমলিক এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে  জানাযায়,  আলীনগর ইউনিয়নের কাদিমলিক গ্রামের পার্শবর্তী একটি ছোট বিলের মালিক চারখাইয়ের কামরুল ইসলাম তাজুল। কিন্তু বিলটি দেখাশোনা করেন স্থানীয় তৈয়ব আলীর পুত্র জুবের আহমদ (৪৫)। সম্প্রতি বিলের মালিককে না জানিয়ে জুবের বিলটি তৃতীয় পক্ষের কাছে লিজ প্রদান করে। এ ঘটনায় তাজুল ক্ষুব্ধ হয়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

পরে সকাল সাড়ে ১০টায় চারখাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশীষ শর্মা ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় জুবের নিজেকে বিলের মালিক দাবি করে পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। একপর্যায়ে জুবের ও তার সঙ্গীরা পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের নায়েক পিন্টু, কনস্টেবল মনির, মোস্তফা ও মনির আহত হন। রক্তাক্ত জখম হন এসআই দেবাশীষ।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ দু’রাউন্ড ফাঁকাগুলি ছোঁড়ে জুবেরকে আটক করে। এতে জুবেরের পক্ষের লোকজন পুলিশকে ঘেরাও করে রাখে।

খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) অাবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন। এরপর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) অাবুল বাসার মোঃ বদরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে এমটি নিউজকে বলেন, হামলাকারীদের মধ্যে একজন ছাড়া বাকীদের আটক করে কোর্টে প্রেরন করা হয়েছে। পলাতক হামলাকারীকে গ্রেপ্তারের  সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
২৪ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে