বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৪৯:০১

সিলেটে এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেটে এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সিলেট প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের দুই এসএসসি পরীক্ষার্থী গোলাম সারোয়ার সাজু এবং আবু সুফিয়ান শিপলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এবং বতর্মান শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিদ্যালয় সংলগ্ন স্থানীয় বালাগঞ্জ-তাজপুর সড়কে ছাত্রনেতা হেলাল আহমদের পরিচালনায় মানববন্ধনকালে  প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্রনেতা আব্দুর রকিব জুয়েল, কামরুজ্জামান সেলিম, মজনু মিয়া মেম্বার, কবি জালাল আহমদ, জাহেদ আহমদ, ফরহাদ জায়গীরদার, মইনুল ইসলাম তালুকদার, খালেদ মিয়া, হুমায়ুন আহমদ, আনর মিয়া, জাহাঙ্গীর হোসেন, মুরাদ আহমদ, আল আমিন, হাবিবুন নূর জাহেদ, রায়হান আহমদ, এনাম মিয়া, খালেদ আহমদ, রফিকুল ইসলাম, সালামিন, মিশু, তারেক আহমদ, রিপন, মিলাদ, তোফায়েল আহমদ, আতিক মিয়া, নায়েম আহমদ, জাকির আহমদ, জাহেদ আহমদ, সামাদ আহমদ, রাজন, মামুন, মুন্না, শিপলু, রাসেল প্রমুখ।


সভায় বক্তারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।  অন্যথায় হরতাল, অবরোধসহ তিব্র আন্দোলন গড়ে তুলা হবে বলে হুশিয়ারী প্রদান করেন তারা।


জানা যায়, গত রোববার বালাগঞ্জ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষা শেষে বেরিয়ে আসার পথে কলেজ গেইটে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী আবু সুফিয়ান শিপলু এবং গোলাম সারোয়ার সাজু হামলার শিকার হন। ওঁৎ পেতে থাকা কতিপয় যুবক এসময় ধারালো অস্ত্র দিয়ে তাদের মারাত্মক জখম করে। তাৎক্ষণিক তাদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে এ বিষয়ে হামলার শিকার গোলাম সারোয়ার সাজুর ভাই গোলাম কিবরিয়া রেজওয়ান বাদি হয়ে ১৯ফেব্রুয়ারি বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪। মামলায় স্থানীয় ৭ যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে বিবাদী করা হয়।


এ প্রসঙ্গে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার এমটি নিউজকে  জানান, মামলার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে অভিযুক্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই অনের গ্রেফতার করা হবে।
২৩ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে