রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৪১:২১

সিলেটের ওসমানীননগরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১৮

সিলেটের ওসমানীননগরে নির্বাচনী সহিংসতায় নিহত ১, আহত ১৮

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১ই জন।


রবিবার সকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহত সাইফুল ইসলাম (১৬) পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের শরফ উদ্দিনের ছেলে।


জানা যায়, গতকাল শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীকে নিয়ে সাদীপুর ইউপির সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আরজু মিয়া মেম্বার তার ভাই বাহার মিয়াসহ বেশ কিছু সমর্থক সাদীপুর ইউপির বাংলাবাজারে গণসংযোগে যান।


এসময় পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের কয়েক যুবককে তাদের পক্ষে কাজ করার জন্যে বললে তারা অপারগতা প্রকাশ করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থরেই সাইফুল নিহত হয়। আহত হন অন্তত ১৮জন।


আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ওসমানীননগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী এমটি নিউজকে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ এই ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ। ওদের পরিচয় এখনও জানা যায় নি।
২৬ ফেব্রুয়ারী ২০১৭/ এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে