রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি : উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ওসমানীনগরে আওয়ামী লীগদলীয় প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওসমানীনগর সফর করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সেখানে নির্বাচনে সহিংসতা কিংবা কোনো ধরনের অন্যায়ের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়ে গেছেন তিনি।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনে কারো কোন ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না।’
তিনি বলেছেন, ‘নির্বাচনে কোনো ধরনের সংঘাত কাম্য নয়। সংঘাত ঠেকাতে সকলকে সচেষ্ট থাকতে হবে।’
নির্বাচন কমিশনার ওসমানীনগর থানা ভবনে উপজেলা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, এডিসি (সার্বিক) ও রির্টানিং কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী, র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, ৪১ বিজিবির উপ-অধিনায়ক সাহেদ মেহের, আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট ফখরুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এইচ এম আজহারুল হক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী প্রমুখ।
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস