বৃহস্পতিবার, ০২ মার্চ, ২০১৭, ০৪:৩৬:৩৯

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

সিলেট বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড

সিলেট প্রতিনিধি : অনুমতি না নেয়ার অভিযোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপির অবস্থান কর্মসূচী পালন করতে দেয়নি পুলিশ। এ সময় পুলিশি বাধার সামনে তারা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ত্যাগ করে সিলেটের সোবানিঘাটের আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে পুলিশি বাধায় তারা অবস্থান কর্মসূচী পালন করতে পারেনি।

এ সময় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ সহ দলীয় আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ বলেন, সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা সমাবেশ করবেন বলে আগে অনুমতি নেননি। তাই আইন শৃংখলা অবনতি হতে পারে এই আশংকায় আমারা তাদেরকে এখানে কর্মসূচী পালন করতে দেইনি। তবে এসময় কোন অস্থিতিকর পরিবেশের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।

তবে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ ভাবে শহিদ মিনারের সামনে অবস্থান কর্মসূচী পালন করছি। সেখানে হঠাৎ পুলিশ এসে কোন রাজনৈতিক সমাবেশ করতে দেবেনা বলে বাধা দেয়। দেশে সরকার বিএনপিকে দমিয়ে রাখতে এরকম অবস্থার তৈরি করছে। এটা গণতন্ত্রের জন্য হুমকি সরূপ।
০২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে