শুক্রবার, ০৩ মার্চ, ২০১৭, ১১:১৪:০৭

‘সংস্কৃতি ছাড়া জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তি সম্ভব নয়’

‘সংস্কৃতি ছাড়া জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্তি সম্ভব নয়’

নিউজ ডেস্ক : জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে হলে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এক কথায়, সংস্কৃতি ছাড়া এসব উপদ্রব থেকে মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেনন এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, সংস্কৃতি মানে বাঁচা, দারুণভাবে বাঁচা। দেশের সংস্কৃতিতে সিলেটের অবদান অনেক বেশি। মুনিপুরী, খাসিয়াসহ অনেক আদিবাসী গোষ্ঠির বসবাস এই অঞ্চলের সংস্কৃতিতে বৈচিত্র্য এনেছে। এখানে হাসন রাজা, রাধারমন, শাহ আব্দুল করিমসহ অনেক মরমী সাধক জন্ম নিয়েছেন।

বেঙ্গল সাংস্কৃতিক উৎসব আয়োজনের জন্য বেঙ্গল ফাউন্ডেশনের প্রশংসা করে তিনি বলেন, দেশের বিভিন্ন বিভাগে এ ধরনের আয়োজন করা উচিত। এতো বড় পরিসরে না হলেও ছোট পরিসরে জেলা-উপজেলা পর্যায়ে এ আয়োজন করা যায়। আজকে এই আয়োজন শেষ হচ্ছে। তবে এই বিদায় চিরবিদায় নয়। আগামীতে আরো উজ্জ্বলভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে।

সমাপনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু, সিলেটের বিভাগীয় কমিশনার নজমুনারা খানম, শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, চ্যানেল আই'র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানি বক্তব্য দেন। সমাপনী পর্বের আনুষ্ঠানিকতা শেষে হাছন রাজা মঞ্চে শুরু হয় শেষ দিনের সাংস্কৃতিক আয়োজন। মধ্যরাত পর্যন্ত দর্শকপ্রিয় এই গানের আসর চলবে।

০৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে