শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ০১:৩৮:০৩

হিজাব, পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি: বাবুনগরী

হিজাব, পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে তারাই জঙ্গি: বাবুনগরী

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী বলেছেন, ‘পর্দা, হিজাব, বোরকাধারী এবং পাঞ্জাবি-টুপিধারীদের যারা জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি। কওমি মাদরাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়। বরং ইসলামি জ্ঞান চর্চা ও দ্বীন প্রচারের বলিষ্ট কেন্দ্র। জঙ্গি-সন্ত্রাস মাদ্রাসায় তৈরি হয় না। এসব কওমি মাদরাসায় খাঁটি আলেম ও সুনাগরিক তৈরি হয়।’

তিনি আরও বলেন, ‘ন্যায়বিচারের প্রতীক পবিত্র কোরান, গ্রিক মূর্তি নয়। সুপ্রিম কোর্টের মূর্তি অবিলম্বে সরিয়ে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে মিল হয় এমন ভাস্কর্য (কোরানের প্রতীক) অবিলম্বে বসাতে হবে। নতুবা দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

শুক্রবার (৩ মার্চ) রাতে শ্রীমঙ্গল খেদমতে কোরান পরিষদের দুইদিনব্যাপী তাফসিরুল কোরান মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রীমঙ্গল পৌর শহরের রেলওয়ে মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন তিনি।
শ্রীমঙ্গলে তাফসিরুল কোরান মহাসম্মেলন

তিনি আরও বলেন, ‘জালিম সরকার ছিল ফেরাউন, নমরুদ। তারা এক সময় ধ্বংস হয়েছে। এখনও যারা জুলম নির্যাতন করবে তারাও একদিন ধ্বংস হবে। কবরে ও হাশরে কোনও দল বা নেতার পরিচয় কাজে আসবে না। ক্ষমতার বাহাদুরি কেবল মাটির ওপরেই। কাজেই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, মুসলিম জাতির কল্যাণে কাজ করতে হবে।’

মহাসম্মেলনে তাফসির পেশ করেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারী, তাফসিরুল কোরান মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম চৌধুরী প্রমুখ।
০৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে