সিলেট ব্যুরো : আশকোনায় র্যাব ক্যাম্পের পাশে আত্মঘাতি বোমা হামলার পর সারাদেশের সাথে সিলেট কেন্দ্রীয় কারাগারেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাফটকে বৃদ্ধি করা হয়েছে সশস্ত্র নিরাপত্তাকর্মী।
কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুর থেকেই নিরাপত্তা বৃদ্ধি করা হয় বলে জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া।
তিনি বলেন, শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র্যাব বোমা বিস্ফোরণে একজন নিহত হন। এরপর দেশের ৬৮টি কারাগারকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
এই নির্দেশনা পাওয়ার পর বেলা ৩টা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারের সশস্ত্র নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এছাড়া সতর্কতা হিসেবে কারাগারে আগত দর্শনার্থীদের কঠোরভাবে শরীর তল্লাশি করা হবে। তার পর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে।
এদিকে, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
১৮ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস