সিলেট ব্যুরো: দীর্ঘ ১৫ বছর আজ বুধবার ঐতিহাসিক সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় কর্মী সমাবেশ শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে্ উপস্থিত রয়েছেন-দলের সভাপতি মন্ডলীর সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান। আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। দলের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সমাবেশ পরিচালনা করছেন।
এদিকে, সমাবেশে বুধবার সকাল থেকে নেতা-কর্মীরা জড়ো হন। সিলেট-১ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান এমপি সহ দলীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ডেলিগেট হিসেবে অংশ গ্রহণ করেছেন।
সমাবেশকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে মাদ্রাসা মাঠ সহ আশপাশের এলাকা। জাতির পিতার শততম জন্মবার্ষিকী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলের সাথে সেতু বন্ধন গড়তে চায় বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।
দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন, এই সমাবেশের মধ্য দিয়ে তৃণমূলে নতুন করে গতি সঞ্চার হবে। নব উদ্যমে জেগে উঠবে আওয়ামী লীগ।
২২ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস