সিলেট থেকে : সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান, তার সহযোগী শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এ পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এর মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে দেলোয়ার হোসেন রিপনের মৃত্যু পরোয়ানা রেখে মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হবে। সিলেট কেন্দ্রীয়য় কারাগারের সিনিয়র জেল সুপার ছগীর মিয়া এই তথ্য জানান।
জেল সুপার ছগীর মিয়া জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। আর অন্য দুই আসামি মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল বন্দি আছেন কাশিমপুর কারাগারে। রিপনের মৃত্যু পরোয়ানা সিলেট কেন্দ্রীয় কারাগারে রেখে বাকি দুজনের মৃত্যু পরোয়ানা বুধবার (২২ মার্চ) রাতের মধ্যেই গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হবে।
২২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস