সিলেট থেকে : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নি'ষে'ধা'জ্ঞার প্রতিবাদে উ'ত্তা'ল সিলেট। ‘১৬ কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান’ গ্রুপ সিলেট শাখা বৃহস্পতিবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়ে প্র'তিবা'দ জানান।
বক্তারা বলেন, সাকিবকে নি'ষে'ধা'জ্ঞার ব্যাপারে বিসিবির আন্তরিকতার অভাব আছে। শুধু মিডিয়ার সামনে সাকিবের সঙ্গে আছি বললেই হবে না, বাস্তবে আইসিসির কাছে প্রতিবেদন দিতে হবে। সাকিব কোনো অ'পরা'ধ করেনি, একটি মাত্র ভুল করেছে। এই ভুলের জন্য এত বড় শা'স্তি হতে পারে না।
বাংলাদেশ ক্রিকেটকে ধ্বং'স করতে আন্তর্জাতিক একটি চক্র এ ষ'ড়য'ন্ত্র করছে। বিসিবিকে প্রকৃতভাবে সাকিবের পক্ষে এসে আইসিসির কাছে তার শা'স্তি কমানোর আবেদন করার দাবি জানান তারা।
বক্তারা বলেন, আমরা আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তি হিসেবে সাকিবের নি'ষে'ধা'জ্ঞা পুনর্বিবেচনা করা হোক। শা'স্তি কমিয়ে শিগগিরই মাঠে ফিরে আসার সুযোগ দেয়া হোক ১৬ কোটি ক্রিকেটপ্রেমীর প্রাণ সাকিব আল হাসানকে।