মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০, ০৩:৫৩:১৮

যাত্রাপালার পরিবর্তে ওয়াজ-মাহফিলের সিদ্ধান্ত গ্রামবাসীর

যাত্রাপালার পরিবর্তে ওয়াজ-মাহফিলের সিদ্ধান্ত গ্রামবাসীর

সিলেট: সিলেটের গহরপুরের অ'ন্তর্গ'ত ঐতিহ্যবাহী শিওরখাল গ্রামে অশ্লী'ল যাত্রামেলার পরিবর্তে ওয়াজ-মাহফিলের সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসী। গতকাল (রবিবার) জামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর আহ্বানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জামিয়ার অফিসকক্ষে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সকলের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হয় যে, দক্ষিণ শিওরখালে কোনো যাত্রা, মেলা ও অশ্লী'ল গান-বাজনা করতে দেওয়া হবে না। ম'দ-জু'য়া ও সকল প্রকার সামাজিক অন্যা'য়-অপরা'ধ গ্রামবাসী ঐক্যব'দ্ধভাবে প্রতিরো'ধ করবে। এর পরিবর্তে সিদ্ধান্ত হয় এ বছর দক্ষিণ শিওরখাল গ্রামবাসীর উদ্যোগে ২দিনব্যাপী ওয়াজ-মাহফিল আয়োজনের।

গহরপুর জামিয়ার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজুর সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, ‘এটি একটি মহতি উদ্যোগ। আমরা দুয়া করি, এর উসিলায় আল্লাহ যেন এই অঞ্চলকে দীনের কেন্দ্র হিসেবে কবুল করে নেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে