সিলেট থেকে : ''আমি মা'রা গেলে আমার কবরে ফুল দিও না, পারলে একটু কোরআন তেলাওয়াত করিও।'' একদিন আগে এমন স্ট্যাটাস দিয়ে সড়ক দু'র্ঘ'টনায় প্রা'ণ হা'রালেন মো. মিজান আহমদ (২০) নামে সিলেটের এক যুবক। জানা গেছে, সিলেটের কানাইঘাটে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দু'র্ঘ'টনায় মা'রা যান মিজান।
তিনি উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের হিম্মতেরমাটি গ্রামের ফয়জুল হকের ছেলে। তার মৃ'ত্যুতে পরিবার ও এলাকায় শো'কের ছা'য়া নেমে এসেছে। মিজান বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বলেছিলেন, ''আমি মা'রা গেলে আমার কবরে ফুল দিও না, পারলে একটু কোরআন তেলাওয়াত করিও।''
এ স্ট্যাটাস দেয়ার পরদিনই সড়ক দু'র্ঘ'টনায় তার ম'র্মা'ন্তিক মৃ'ত্যু হল। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে বিকালে কানাইঘাট উপজেলার সড়কের বাজার কাঠালপুর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মু'খোমু'খি সং'ঘ'র্ষ হয়।
এতে তিনি গু'রু'তর আ'হ'ত হন। খবর পেয়ে কানাইঘাট থানার এসআই আবু কাওছার পুলিশ নিয়ে দু'র্ঘট'নাস্থল পরিদর্শন করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় তিনি মা'রা যান। কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা সড়ক দু'র্ঘ'টনায় ব্যবসায়ীর মৃ'ত্যুর বিষয়টি নি'শ্চি'ত করে জানান, দু'র্ঘ'টনাকবলিত গাড়ি দুটি পুলিশ জ'ব্দ করেছে।