রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: আধিপত্য বিস্তার নিয়ে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ কর্মী শাহীন ও রতন সহ অন্তত ৭/৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে অন্যান্ন আহতদের নাম জানা যায়নি।
সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রলীগের বিবদমান সঞ্জয়-কামরুল এবং পংকজ-রায়হান গ্রুপের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন থেকে ঠান্ডা লড়াই চলছিল। এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপ গত কিছুদিন ধরে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে। ক্যাম্পাস থেকে বিতাড়িত জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পন্কজ পুরকায়েস্ত ও বর্তমান সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপ গতকাল রোববার ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে। সোমবার দুপুরে তারা পুনরায় ক্যাম্পাসে ঢুকতে চাইলে দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা পংকজ পুরকায়স্ত ও রায়হান এর নেতৃত্ব বহিরাগতরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপরে হামলা করে। এত ৭/৮ জন আহত হয়। আহত শাহীন ও রতনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে নিজস্ব কোন গ্রুপ নেই জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বলেন, আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক। কিছু উগ্র কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষায় বাঁধা দেয়ায় এ ঘটনা ঘটেছে। তাছাড়া এমসি কলেজ জেলা কমিটির আওতাধীন নয়। এ ইউনিট সরাসরি কেন্দ্রীয় সংসদের আওতাধীন।
এরপর অস্ত্রধারীদের ধরতে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। এ সময় ৪ টি রামদা এবং ১ টি পাইপ সহ দুইজনকে আটক করে।
পুলিশের হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতি শান্ত থাকলেও এমসি কলেজের আশেপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বন্ধ রয়েছে কলেজ ক্যাম্পাসের আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান।
৭ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস