এমটিনিউজ২৪ ডেস্ক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি অক্টোবরের শুরুতে টানা ৪ দিনের ছুটি কাটিয়েছে সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি এবং এরপর ছিল শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ।
চলতি বছর শেষ হতে আরও ২ মাসের বেশি সময় বাকি। এরমধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার। ফলে টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে, চলতি মাসের বাকি সময়ে এবং নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।
চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।