রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভাল শুরু হয়েছে। ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে বুধবার সকালে শাবিপ্রবির কেন্দ্রীয় অডিটরিয়ামে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
এসময় এফইটি বিভাগের প্রধান অধ্যাপক মোজাম্মেল হক, বিডিজবস’র জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী, ক্যারিয়ার ক্লাব সভাপতি উত্তম দাস প্রমুখ উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী উৎসবে প্রায় বিশটি কোম্পানি অংশ নিয়েছে। কোম্পানিগুলোতে প্রায় অর্ধশত শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে বলে জানান আয়োজকরা।
উৎসবের প্রথম দিন বুধবার শিক্ষার্থীদের সিভি গ্রহণ করা হবে। বৃহস্পতিবার আগ্রহীদের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানা গেছে।
২৩ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/প্রতিনিধি/এইচএস/কেএস