রাহিব ফয়ছল, সিলেট প্রতিনিধি: সিলেট প্রতিনিধি: সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় জামিন পাওয়ার পর করামুক্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী। আজ যেকোন সময় তিনি সিলেটে আসবেন।
সোমবার সকাল ৯টার দিকে কারা কর্তৃপক্ষ ঢাকা মেডিকেলে তাকে মুক্ত করেন।
আরিফুল হক চৌধুরীর আইনজীবী ব্যরিষ্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করে MTnews24.comকে জানান, কারা কর্তৃপক্ষ জামিনের কাগজ যাচাই বাচাই করার পর সকাল ৯টার দিকে আরিফুল হক চৌধুরীকে মুক্তি দিয়েছেন।
সূত্র জানায়, সকাল ৯টার দিকে হাসপাতালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্ত ঘোষণা দিয়ছেন। তিনি আজ তার অসুস্থ মাকে দেখতে সিলেটে আসবেন। তবে কখন তিনি সিলেটে আসবেন তা জানা যায়নি।
গতকাল রোববার সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে ১৫ দিনের জামিন দিয়েছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।
এর আগে গত ২২ মার্চ কিবরিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে ১৫ দিনের জামিন পান আরিফুল হক চৌধুরী। সিলেটের বরখাস্ত হওয়া মেয়রকে তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই জামিন মঞ্জুর করে। একই সঙ্গে জামিনের মেয়াদ শেষ হলে তাকে নিম্ন আদালতে আত্মসমপর্ণ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে ফেরার সময় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এ এম এস কিবরিয়া। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে অর্থমন্ত্রী ছিলেন তিনি।
২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস