বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৮:০৭:৪৬

'প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন'

'প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন'

রাহিব ফয়ছল,  সিলেট প্রতিনিধি: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন-সিপিএ’র নির্বাহী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশের গৌরব, জাতীয সংসদের প্রথম নারী স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন প্রবাসীরা দেশের প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে কাজ করে যাচ্ছেন, তাদের অবদান অনস্বীকার্য । প্রবাসীরা মুক্তিযুদ্ব শুরু করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। শিক্ষাক্ষেত্রে প্রবাসীরা এগিয়ে এসে সরকারে পাশাপাশি যে উৎসাহ প্রদান করছে এজন্য প্রবাসীদের ধন্যবাদ জানাই। কুশিয়ারা নদীতে ব্রীজ সহ এ এলাকার সমস্যাগুলি সমাধান করতে আপ্রাণ চেষ্টা থাকবে।

তিনি বুধবার বিকালে বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র বৃত্তি বিতরন অনুষ্টান প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশিষ্ট শিক্ষানুরাগি ও সমাজসেবী ট্রাষ্ট’র সভাপতি মো: বদরুল ইসলামের সভাপতিত্বে ও ট্রাষ্টের সাধারন সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ ও ২০১৬ বৃত্তি বিতরন উদযাপন কমিটির আহবায়ক মোঃ মশিউর রহমান মশনুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘের স্থায়ী কমিটির সাবেক প্রতিনিধি ডঃ এ.কে. আব্দুল মুনিম, সিলেট -২ আসনের এমপি ইযাইয়াহ চৌধুরী এহিয়া, সিলেট-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমান, মৌলভীবাজার সদর আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আর্দশ উপজেলা সমিতি ইউ কের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং মানপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বালাগঞ্জের ঐতিহ্য শীতল পাটি প্রদান করা হয়।

এর আগে বেলা ১২টা ৫৬ মিনিটের সময় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
উলেখ্য, দেশের বাইরে এবং বৃটেনের মধ্যে ২৯৭০ জন ট্রাষ্টি নিয়ে গঠিত সর্ববৃহৎ ফান্ডধারী এই ট্রাষ্ট ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারী ৯ লক্ষ ৪৫ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে সূচিত হলে ও বর্তমানে প্রায় ১০ কোটি টাকার মূলধন ব্যাংকে আছে । এবং ১৯৯২ সাল থেকে বালাগঞ্জ-ওসমানীনগরের গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে বার্ষিক বৃত্তি বিতরণ করে শিক্ষার বিপ্লব সাধনের লক্ষে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে আসছে।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে