বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৬:৪৮:৪৪

সিলেটে শুক্রবার থেকে লাগাতার পরিবহন ধর্মঘট

সিলেটে শুক্রবার থেকে লাগাতার পরিবহন ধর্মঘট

রাহিব ফয়ছল,  সিলেট প্রতিনিধি: সিলেটের পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর এবার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উৎসবের কথা বিবেচনা ধর্মঘট একদিন পিছিয়ে ১৫ এপ্রিল করা হয়েছে বলেও জানান তারা।

বুধবার নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশে এই ঘোষণা দেন শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিক।
দক্ষিণ সুরমায় একটি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে ভাংচুর ও লুটপাট এবং এ ঘটনায় ফলিককে প্রধান আসামী করে থানায় মামলা না নেয়ার প্রতিবাদে সিলেটে জ্বালানি সেক্টরে মঙ্গলবার ধর্মঘট পালনের পর রাতে থানা ফলিকের বিরুদ্ধে মামলা নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে পেট্টল পাম্প মালিকদের দর্মঘট প্রত্যাহার করা হয়। এবার মামলা নেয়ার প্রতিবাদে পাল্টা ধর্মঘটের ডাক দিল পরিবহন শ্রমিক ইউনিয়ন।

উল্লেখ্য, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে একদল লোক দক্ষিণ সুরমা বাইপাসে অবস্থিত সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট এর ঘটনার পর সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ কয়েকজনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা করতে দায়ের করতে যাওয়ার পর থানা কর্তৃপক্ষ সেলিম আহমদ ফলিকের নাম বাদ দিয়ে মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন এ অভিযোগে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ সেলিম আহমদ ফলিকের নির্দেশেই সাউথ সুরমা সিএনজি এন্ড পেট্রলিয়াম ফিলিং স্টেশনে হামলা, ভাংচুর ও ৩ লাখ ৬৪ হাজার ১৬৬ টাকা লুট করা হয়েছে।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে