সিলেট : সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। শনিবার সকালে ঝড়ের তাণ্ডবে নগরীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে গাছ উপড়ে পড়ে আহত হয়েছেন অন্তত দু’জন।
সিলেটের বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোয়াইনঘাট, জকিগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর উপজেলায় শনিবার সকাল থেকে তীব্র বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে অনেক এলাকায় আঘাত হানে কালবৈশাখী ঝড়।
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেক ঘরের টিনের চাল উড়ে গেছে। বড় বড় গাছ উপড়ে পড়েছে।
শনিবার সকালে সিলেট নগরীতে কালবৈশাখী আঘাত আনে। এতে নগরীর নয়াসড়ক এলাকাস্থ কিশোরী মোহন উচ্চবিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি গাছ উপড়ে পড়ে শামীম মিয়ার ঘরের ওপর। এতে ঘরের চাল ভেঙে যায় ও শামীম মিয়া (৫৫) আহত হন। কিমোরী মোহন স্কুলে দক্ষিণ পাশের সীমানাপ্রাচীর ভেঙে যায়।
একই এলাকার খ্রিস্টান মিশনে গাছ উপড়ে সুরেশ দাস ও বেলি হাওলদারের ঘরের উপর পড়ে। এতে তাদের ঘরের ব্যাপাক ক্ষয়ক্ষতি হয়েছে। খ্রিস্টান মিশনে জল বিশ্বাস নান্টু (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছে।
নগরীর শাহী ঈদগাহ এলাকায় ৩৩ হাজার বোল্ডের বিদ্যুৎ লাইনের ওপর গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। নগরীর মিরাবাজার এলাকায় একটি বিলবোড উপড়ে পড়েছে।
কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশন কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলরা।
শনিবার বিকেলে নগরীর নয়াসড়ক, শাহী ঈদগা, মিরাবাজারসহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলরা।
এদিকে, কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে এসব এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিলেট নগরীতেও চলছে বিদ্যুৎ বিভ্রাট।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, মৌসুমী বায়ুর প্রভাবে সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এ অবস্থা কয়েকদিন চলতে পারে।
১৬ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম