সিলেট : সিলেট নার্সিং কলেজের সকল পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। শনিবার রাতে কলেজ অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী জানান, ভূমিকম্পে ছাত্রী হোস্টেলে ফাটল দেখা দেয়ায় ছাত্রীদের আবাসন সমস্যা দেখা দিয়েছে। তাই ৭ দিনের জন্য কলেজের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে ভূমিকম্পের দু’দিন পর শনিবার সকালে সিলেট নার্সিং কলেজের ঝুঁকিপূর্ণ ভবন থেকে ছাত্রীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। এ নির্দেশনার পর হল ছেড়ে যায় শিক্ষার্থীরা।
গত বুধবারের ভূমিকম্পে সিলেট নার্সিং কলেজের চার তলা ছাত্রীনিবাসে শতাধিক ফাটল দেখা দেয়। ঝুঁকিপূর্ণ ওই ভবন পরিদর্শন করে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা।
শিল্পী চক্রবর্তী বলেন, ছাত্রীনিবাসটি এখনো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানোর পর পরিত্যক্ত করা হবে কি না সে সিদ্ধান্ত নেয়া হবে। তবে ভবনে বেশকিছু ফাটলের সৃষ্টি হওয়ায় ছাত্রীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি জানান, ছাত্রী নিবাসের ৩৭৪ শিক্ষার্থীর মধ্যে ২৪০ জনের পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের স্টাফ কোয়ার্টার, নতুন ছাত্রী হল এবং কলেজের ক্লাসরুমে থাকার ব্যবস্থা করা হয়েছে। যাদের পরীক্ষা নেই তাদের আপাতত বাড়ি যেতে পরামর্শ দেয়া হয়েছে।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস