সিলেট: স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করেন স্কুলে। একমাত্র মেয়েও বাবার স্কুলেই ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এমন সুখী পরিবারটিতে আজ সকালে ঘনিয়ে অমঙ্গলের কালোছায়া।
মেয়ের বাবা অরজিত রায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এবং মা দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস।
মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে অরজিত ও সুমিতা বাসা থেকে বের হন। পথিমধ্যে টিলাগড়স্থ এমসি কলেজ খেলার মাঠে ও শাহ মদনী ঈদগাহের সামনে টিলাগড়গামী প্রাইভেট কার (সিলেট গ-১১-১১৪৭) ও আম্বরখানাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই অরজিত রায় মারা যান।
এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর স্ত্রীও স্বামীর ডাকে পরপারে চলে যান। তাদের মেয়েকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের বাসা খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ নিপুবন আবাসিক এলাকায় বলে জানা গেছে। তবে আহত মেয়ের নাম তাৎক্ষণিক জানা যায়নি। শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
০৭ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম