এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিরাপত্তা দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু তিনি সবিনয়ে সে প্রস্তাব ফিরিয়ে ছিয়েছেন। সরকারি প্রস্তাবের জবাবে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি সরকারের কাছ থেকে আমি কোনো নিরাপত্তা নেবো না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন’।
সরকারের পক্ষ থেকে এসবি প্রধান নিরাপত্তা দেয়ার বিষয় নিয়ে গতকাল মাহমুদুর রহমানের সঙ্গে কথা বলেন এবং এর ফলোআপ হিসেবে আজ তার অধীনস্থ একজন কর্মকর্তা ম্যাসেজ দিয়ে জানান ‘আমাদের এসবি প্রধান মহোদয়ের সাথে আপনার কথা হয়েছে। স্যারের নির্দেশনা হলো দ্রুত ভিআইপি মহোদয়দের নিকট গানম্যান প্রেরণ করা। যদি সম্মতি দিতেন স্যার তাহলে দ্রুত সময়ে আপনার ঠিকানায় আমরা গানম্যান প্রেরণ করতে পারতাম’।
এর জবাবে পাল্টা ম্যাসেজ দিয়ে মাহমুদুর রহমান এসবি চিফকে ধন্যবাদ দিয়ে গানম্যান দেয়ার সরকারি প্রস্তাব ফিরিয়ে দেন।