সোমবার, ২০ জুন, ২০১৬, ১১:৫৯:৫১

দম্পতি ব্যস্ত ঈদের কেনাকাটায়, আর বাসায় চুরি করতে ব্যস্ত চোর

দম্পতি ব্যস্ত ঈদের কেনাকাটায়, আর বাসায় চুরি করতে ব্যস্ত চোর

সিলেট : পবিত্র রমজানের প্রায় ১৫ দিন শেষ হচ্ছে। সামনেই ঈদ। আর ঈদের আগে আগে মার্কেটে থাকে ব্যাপক চাপ। তাই ঈদরে কেনাকাটার পরিবারের সবাইকে নিয়ে রোববার রাতে মার্কেটে যান সিলেটের সাজ্জাদ মুকিত চৌধুরী সুমন। তিনি যখন মার্কেটে ব্যস্ত ঠিক তখন নগরীর কাজিটুলা কাহের মিয়ার গলির সৈয়দ মঞ্জিলে তার বাসায় চোরেরা ব্যস্ত চুরি করতে। চোরে ঘরের জানালার গ্রিল ভেঙে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে শেয়ার ব্যবসায়ী সুমন।

সৈয়দ মঞ্জিলের মালিক সাজ্জাদ মুকিত চৌধুরী সুমন জানান, রোববার রাতে পরিবারের সবাইকে নিয়ে তিনি ঈদের কেনাকাটা করতে শপিং সেন্টারে যান। এ সময় চোর চক্রের সদস্যরা তার ঘরের জানালার গ্রিল ভেঙ্গে ১০ ভরি স্বর্ণ, দামি দুটি মোবাইল ফোন, একটি মিনি ল্যাপটপ, একটি ডেবিট কার্ড, কয়েকটি জাতীয় পরিচয় পত্র, নগদ ১ লাখ ৩২ হাজার টাকাসহ দামি মালামাল লুট করে। শপিং থেকে রাত ১২টার দিকে বাসায় ফিরে তারা এ ঘটনা দেখতে পান। পরে বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
২০ জুন, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে