ঠাকুরগাঁও : মেম্বারের ভাতিজাকে বিয়ে করায় ইউপি কার্যালয়ে আটকে যুবতীকে মারধর। তার চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশে খবর দেয়।
ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদে ঘটেছে। মোছাম্মত নেহার নামে এক মহিলাকে নির্যাতন করার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের মেম্বার আশরাফ আলী ও তার লোকজন নেহারকে ধরে নিয়ে ইউনিয়ন পরিষদের একটি নির্জন কক্ষে আটক রাখে।
পরে তার ওপর শুরু হয় নির্মম নির্যাতন। এ সময় প্রাণ বাঁচাতে নেহার চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয়রা জানায়, নেহারের বাড়ি শিবগঞ্জ রেলস্টেশন এলাকার বিএডিসির গোডাউন সংলগ্ন এলাকায়। তিনি কিছুদিন আগে আশরাফ আলীর ভাইয়ের ছেলে নুর ইসলামকে বিয়ে করে আগের স্বামীকে তালাক দেন।
এর জের ধরে নেহারকে ইউপি মেম্বার ও তার পরিবারের লোকজন ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মসিউর রহমান বলেন, নির্যাতিত নেহারকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে।
২৬ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম