বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৩৪:০২

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও : ৬ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ের ১৩টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে চৌরাস্তায় সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় প্রায় ২ ঘণ্টা শহরের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেয়।

এদিকে, ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা। ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর ২ ণ্টা ১০ মিনিটে দেয়া অনেক কঠিন হয়ে যায়। সেখানে ২ ঘণ্টা ৩০ মিনিটে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দেবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল ৭টির পরিবর্তে ৬টি করার দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, সিএম আয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজসহ প্রায় ১৩ স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
২৮ সেপ্টেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে