শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০৭:০০:৪০

সেই ঘটনায় আজ হঠাৎ ঠাকুরগাঁও মন্দিরে ১৪৪ ধারা জারি

সেই ঘটনায় আজ হঠাৎ ঠাকুরগাঁও মন্দিরে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
 
জানা গেছে, ওই মন্দিরের জমির ভোগ দখলকে কেন্দ্র করে সনাতন ও ইসকন ধর্মালম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে দুর্গা পূজা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে একজন নিহত হন।

এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশংকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

বৃহস্পতিবার উভয় পক্ষ ওই মন্দিরের মণ্ডপে পূজার প্রস্তুতি করতে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজন দেখা দেয়। যে কারণে শুক্রবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারির আদেশ দেয় স্থানীয় প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে