ঠাকুরগাঁও : ঢাকাগামীয় চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচ হানিফ এন্টারপ্রাইজের চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে এ অভিযোগ করেন ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীর মা।
রোববার ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা ওই ছাত্রীর মা ঠাকুরগাঁও শহরের হানিফ কাউন্টারে এসে অভিযোগ করলে পুলিশ কাউন্টার তল্লাশি করে। ওই ছাত্রীর মা বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্টো-৫৬০৯) নামে নৈশ্য কোচটি ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে বগুড়ার ফুডভিলেজ রেস্তোরাঁ থেকে ওই ছাত্রীর উপর কু-নজর দেয় ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইচ উদ্দিন।
অভিযোগে তিনি জানান, এরপর ঢাকায় গিয়ে বিভিন্ন স্পটে যাত্রীরা নেমে গেলে ওই ছাত্রীকে গাবতলী পৌঁছে দেবে বলে আশ্বাস দেয়। এরপর গাবতলী গিয়ে চালক ও সুপারভাইজার ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। কৌশলে ওই ছাত্রী তার আত্মীয়স্বজনদের ফোন করলে তাকে সেখান থেকে উদ্ধার করে।
এই ঘটনায় ঠাকুরগাঁও থানার এসআই সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসবি