রবিবার, ১১ জুন, ২০১৭, ০১:৩৪:২২

কে এগিয়ে মির্জা ফখরুল নাকি রমেশ চন্দ্র?

কে এগিয়ে মির্জা ফখরুল নাকি রমেশ চন্দ্র?

ঠাকুরগাঁও থেকে : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তিনটি নির্বাচনী এলাকার রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ঠাকুরগাঁও-১, ২ ও ৩-এ (সংসদীয় আসন ৩, ৪ ও ৫) চলছে পরোক্ষ প্রচারণা। প্রধান দুই দলের নেতা-কর্মীর মধ্যে চাঙ্গাভাব চলে এসেছে।

বিশেষ করে ঠাকুরগাঁও-১ আসনে দুই হেভিওয়েট প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপির দিকে দৃষ্টি সবার। ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর দৌড়ে এগিয়ে রয়েছেন রমেশ চন্দ্র সেন।

নিয়মিত গণসংযোগ, দলীয় কর্মসূচি ছাড়াও নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তার। ওই আসনে আওয়ামী লীগের অন্য মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অরুণাংশু দত্ত টিটো, যুব মহিলা লীগ সভাপতি তাহমিনা আক্তার মোল্লা ও সাবেক ছাত্রনেতা রেজাউর রেজা খোকন চৌধুরী।

অন্যদিকে বিএনপি থেকে ঠাকুরগাঁও-১ আসনের একক প্রার্থী হবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ক্লিন ইমেজের পাশাপাশি সারা দেশের মানুষের মধ্যে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী। এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জেলা সভাপতি মনসুর আলীও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের এমপি দবিরুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী। তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নৌকা মার্কার প্রার্থী হিসেবে তিনিই এগিয়ে রয়েছেন। এ ছাড়া এ আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রবীর কুমার ও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগরও দলীয় মনোনয়নপ্রত্যাশী।

বিএনপি থেকে মনোনয়ন পেতে পারেন বর্তমানে ঠাকুরগাঁও পৌর মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিন। এ ছাড়া সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেড মুর্তূজা তুলাও দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে। ২০-দলীয় জোটের শরিক দল জামায়াত থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা আমির মাওলানা আবদুল হাকিম। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জেলা সভাপতি নূরুন নাহার।

ঠাকুরগাঁও-৩ আসনে ওয়ার্কার্স পার্টি থেকে বর্তমান এমপি মো. ইয়াসিন আলী ফের নির্বাচন করতে পারেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি এমদাদুল হক, সেলিনা জাহান লিটা এমপি, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক শহীদুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি।

অন্যদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীরা হলেন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক জিয়া এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি কামাল আনোয়ার আহম্মেদ। জাতীয় পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী হলেন প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন। অন্য কোনো দলের তৎপরতা লক্ষ্য করা যায়নি। বিডি প্রতিদিন

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে