এমটিনিউজ২৪ ডেস্ক : ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের মূল ফটকের বাম পাশে অবস্থিত স্কুলটির একটি ভবনে এ আগুনের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই শ্রেণিকক্ষগুলো থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
স্কুলের পাশেই ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয় হওয়ায় আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই চারটি শ্রেণিকক্ষ পুড়ে ছাই হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, আগুনে শ্রেণিকক্ষে থাকা চেয়ার, টেবিল, ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বলেন, ‘এটি চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্র ছিল। তবে আতঙ্কের কিছু নেই। যেসব কক্ষে আগুন লেগেছে সেখানে কোনো সিট প্ল্যান ছিল না। আজ যেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, আগামী দিনগুলোতেও ঠিক সেভাবেই পরীক্ষা চলবে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ১০ লাখ টাকার মালামাল রক্ষা করতে পেরেছি।’