বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫, ১০:১০:২৩

২৮ বাংলাদেশি বিএসএফের হাতে আটক

২৮ বাংলাদেশি বিএসএফের হাতে আটক

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বেতনা ও বুজরুক সীমান্তে বিএসএফের হাতে ২৮ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। ওই বাংলাদেশীদেরকে ভারতের কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা আটক করেছে বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের মৃত সামাদের ছেলে রহিমউদ্দীন (৩০), বদরুর ছেলে একরা (৩৫), আজিজুলের ছেলে মসিউর (২৬), মেজার ছেলে আজারুল (৩৩), আমিরুলের ছেলে মামুন (২২), সহিদুলের ছেলে আব্বাস (৩৫), ইউনুসের ছেলে ন্যাঙড়া (২০), সামসুলের ছেলে কালু (১৮), রাসেল (২২), আনটুলর ছেলে বিল্পব (২০), মিজানুরের ছেলে জসিম (১৮) ও ফজিলের ছেলে সাদ্দামের নাম জানা গেছে। বৃহস্পতিবার সকালে বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে বুধবার ভোরে ওই সীমান্ত পাড়ি দিয়ে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করছিল তারা। এ সময় ভারতীয় ১২১ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ বিএসএফ জোয়ানরা ও গোয়ালপুকুর থানা পুলিশ তাদের আটক করে। বিজিবির দিনাজপুর ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে.ক.কামাল বলেন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করে বিএসএফ। বিজিবির বেতনা ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ২৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে