ঠাকুরগাঁওয়ে ১৮ বছরেও এমপিওভূক্ত হয়নি ৪২ শিক্ষা প্রতিষ্ঠান
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                             
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  ফরিদুল ইসলাম (রঞ্জু),জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁওঃ প্রয়োজনীয় অবকাঠামোসহ আনুষাঙ্গিক উপযুক্ততা, যথাপোযুক্ত পাঠদানে ভাল ফলাফল এবং শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত এমপিওভূক্তির সকল নীতিমালা অনুসরন করেও ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার  ৪২ শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ১৮ বছর ধরে এমপিওভূক্ত হয়নি। এ সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। জীবন বাঁচাতে অনেক শিক্ষক-কর্মচারী বর্তমানে দিনমজুরীসহ বিভিন্ন পেশা বেছে নিচ্ছেন। এ সব প্রতিষ্ঠানের জনবল হচ্ছে প্রায় ৪ শত। দেড়যুগেও এমপিওভূক্ত না হওয়ায় অপেক্ষার প্রহর গুণত গুণতে ইতিমধ্যে বন্ধ হওয়ার উপক্রম ১৩ টি প্রতিষ্ঠান। এগুলো হলো- পীরগঞ্জ আদর্শ নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেগুনগাও বিদ্যালয়, পটুয়াপাড়া বিদ্যালয়, বাশঁবাড়ী বিদ্যালয়, শিমুলবাড়ী দাখিল মাদ্রাসা, জনগাও কারিগরি উচ্চ বিদ্যালয়, খামার সেনুয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ কাচনডুমুরিয়া মহিলা দাখিল মাদ্রাসা, লোহাগাড়া দাখিল মাদ্রাসা, ভাদুয়া বালিকা বিদ্যালয়, ঘুঘুয়া মেহেরুন নেছা দাখিল মাদ্রাসা, এসএন বালিকা বদ্যালয়, বৈরচুনা মাদ্রাসা ও পটুয়াপাড়া দাখিল মাদ্রাসা। এছাড়াও দীর্ঘদিনেও এসব প্রতিষ্ঠান এমপিওভূক্ত না হওয়ায় হতাশাগ্রস্থ হয়ে ঘিডোব গ্রামে একজন শিক্ষক বিষপানে আত্মহত্যা করেন ও বাশঁবাড়ী স্কুলের প্রধান শিক্ষক রায়হান আলী হৃদরোগে মারা গেছেন। এমপিওভূক্তি ছাড়াই চন্দরিয়া ঈদগা দাখিল মাদ্রাসার শিক্ষক মমতাজ উদ্দিনসহ অবসরেও গেছেন কয়েকজন শিক্ষক।জানা যায়, এলাকার বিদ্যানুরাগী ও সমাজ সচেতন ব্যক্তিরা শিক্ষার প্রসার ও শিক্ষার হার বৃদ্ধি, জাতিকে শিক্ষিত করতে নিজ জমি, অর্থ ও শ্রম দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠান এলাকায় স্থাপন করেন। প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় অবকাঠামোসহ আনুষাঙ্গিক উপযুক্ততা, যথাপোযুক্ত পাঠদানের ফলে ভাল ফলাফল এবং এমপিওভূক্তির সকল নীতিমালা অনুসরন করে। শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত এমপিওভূক্তির জন্য সকল শর্ত পূরণ করেও এমপিওভূক্ত হয়নি এসব প্রতিষ্ঠান। আগামী ২/৩ বছরের মধ্যে এসব প্রতিষ্ঠান এমপিওভূক্তি না হলে অচিরেই বন্ধ হয়ে যাবে আরো অনেক প্রতিষ্ঠান। এমপিওভূক্ত না হওয়ায় অনেকে জীবিকা নির্বাহের তাগিদে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য পেশায় যোগ দিয়েছেন। এমপিওভূক্ত হওয়ার আশায় সরকারের দিকে তীর্থের কাকের মতো এখনও শিক্ষক-কর্মচারীরা চেয়ে থেকে সরকার প্রদত্ত বেতন ভাতা না পেয়েও প্রতিষ্ঠান গুলোর কাজ চালিয়ে যাচ্ছেন। এসব স্কুল প্রতিষ্ঠান হলো বীরহলী উচ্চ বিদ্যালয়, শহীদ আতিউর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, বিএস উত্তম, একান্নপুর আদর্শ, এইচএ বিদ্যালয়, খনগাও বিশ্বাসপুর বালিকা বিদ্যালয়, সিন্দাগর বালিকা বিদ্যালয়, খামার সেনুয়া, কোষাভবানীপুর বালিকা বিদ্যালয়, গনিরহাট বিদ্যালয়, বৈরচুনা সরকারপাড়া বিদ্যালয়, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা কারিগরি এন্ড বিএম কলেজ , চন্দরিয়া মডেল কারিগরি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা গলো হলো চন্দরিয়া ঈদগা দাখিল মাদ্রাসা,বেগুনগাও মাদ্রাসা, মহাম্মদপুর মাদ্রাসা, ইসলামপুর মাদ্রাসা, নারায়নপুর মহিলা মাদ্রাসা, কানাড়ী মাদ্রাসা, বড়বাড়ী বোলদিয়ারা মাদ্রাসা, ভোমরাদহ ইসলামিয়া মাদ্রাসা, থুমনিয়া হাজিপাড়া মাদ্রাসা এবং কলেজ গুলো হলো পীরগঞ্জ আদর্শ কলেজ, বাশঁগাড়া আইডিয়াল কলেজ, নওডাঙ্গা মহাবিদ্যালয়, বিশমাইল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, পীরগঞ্জ উইমেন্স টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও পালিগাও টেকনিক্যাল এন্ড বিএম কলেজ। ননএমপিওভূক্ত চন্দরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মমতাজ উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বছর এমপিওভূক্তির আশায় আশায় থেকে গত বছর ডিসেম্বর মাসে আমার ৬০ বছর পূর্ন (অবসর) হয়ে গেছে। শহীদ আতিউর রহমান নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম আখতার জানান, আর কিছুদিন পর আমার চাকুরীর বয়সই শেষ হয়ে যাবে তারপরও মনে হয় এমপিওভূক্ত হবো কি না ? বেগুনগাও দাখিল মাদ্রসার সহ-সুপার হাফিজুর রহমান জানান, ১৮ বছরেও এমপিওভূক্ত না হওয়ায় আমরা এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। পরিবার পরিজন নিয়ে অত্যান্ত কষ্টে দিনাতিপাত করছি। এমপিওভূক্তির ব্যাপারে ঠাকুরগাও-৩ আসনের এমপি ইয়াসিন আলী জানান, ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভূক্তর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে তালিকা জমা দেয়া হয়েছে।৩০১ সংরক্ষিত মহিলা আসনের (ঠাকুরগাও ও পঞ্চগড় জেলা) এমপি সেলিনা জাহান লিটা জানান, বর্তমান সরকার শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিচ্ছে। এ সরকারের আমলে ননএমপিওভূক্ত প্রতিষ্ঠান গুলো এমপিওভূক্ত হবে আশা করি।
২৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �