মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০১৫, ০৬:১০:০৪

ঠাকুরগাঁও শহরে আদিবাসীদের মানববন্ধন

ঠাকুরগাঁও শহরে আদিবাসীদের মানববন্ধন

ফরিদুল ইসলাম (রঞ্জু), ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও এর আয়োজনে আদিবাসী পরিবারের সন্তানদের চাকরি কোটা পূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডঃ ইমরান, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য্য মুরমু, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা সহ স্থানীয় আদিবাসী নেতারা। এসময় বক্তরা বলেন, ঠাকুরগাঁওয়ে ৩৫-৪০ হাজার আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। আগামী ৬ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে পুলিশ বাহিনীতে লোক নিয়োগ করা হবে। সেখানে আদিবাসী সন্তানদের চাকরির সুযোগ করে দেয়া সহ সকল সরকারি নিয়োগে আদিবাসী কোটা পূরণের জন্য জোর দাবি জানান তারা। ০১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে