বুধবার, ০২ ডিসেম্বর, ২০১৫, ০৮:২৫:৪১

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাহমিনা

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাহমিনা

ফরিদুল ইসলাম (রঞ্জু), ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আসন্ন পৌর নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লাকে । গতকাল মঙ্গলবার রাত ১০টায় জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি তথ্যটি নিশ্চিত করেছেন। জানা যায়, তাহমিনা আক্তার মোল্লা উপজেলা নিবার্চনে সবোর্চ্চ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নিবার্চিত হয়। পরের নির্বাচনে তাকে দল থেকে মনোনয়ন না দেওয়ায় ওই পদটি হারায় আওয়ামী লীগ। দীর্ঘ দিন ধরে দল থেকে বঞ্চিত থাকেন তিনি। কেন্দ্র থেকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষনা আসায় জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন গুলোর নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগের এক নেতা বলেন, জেলায় দলীয় কোন্দলের কারণে জেলায় কোন সিদ্ধান্ত নিতে না পারায় সেটা সেন্ট্রালে চলে যায়। সেখানে কোন গ্রুপিং-লবিং এ তাহমিনা আক্তার মোল্লা মেয়র প্রার্থী নির্বাচিত হলো তা কেউই বুঝে উঠতে পারছে না। কেননা জেলায় তাঁর কোন নাম-গন্ধও ছিলো না।অন্য আরেক নেতা বলেন, কোন্দলের কারণে উপজেলা নির্বাচনে বেশির ভাগ আওয়ামী লীগের প্রার্থীকে হারতে হয়েছে। প্রধানমন্ত্রী একটি সঠিক সিন্ধান্ত নিয়ে তাহমিনা আক্তার মোল্লাকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা বলেন, দল আমাকে প্রার্থীতা দিয়েছে। দলের সম্মান রক্ষার্থে পৌর মেয়র নির্বাচিত হয়ে দলের ভাবমূর্তি রক্ষা করতে নিরলস পরিশ্রম করে যাবো। জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি প্রার্থীতার বিষয়ে চুড়ান্ত নিশ্চিত করে বলেন, জননেত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে দলের নেতা-কর্মীরা আজ একই কাতারে দাড়িয়ে মেয়র প্রার্থীর জন্য কাজ করবে।ইনশাল্লাহ্ বিজয় আমাদের হবেই। তাহমিনা আক্তার মোল্লাকে আওয়ামীলীগ থেকে মেয়র প্রার্থী নির্বাচিত করায় জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে ঠাকুরগাঁও শহরে একটি আনন্দ মিছিল বের করে বাংলাদেশ যুব মহিলা লীগ ও বাংলাদেশ মহিলা লীগ ঠাকুরগাঁও জেলা শাখা। ২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে