বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর, ২০১৫, ০৬:৩০:২৬

ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে পাক হানাদার মুক্ত দিবস পালিত

মোঃরাসেদুজ্জামান সাজু ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ডের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিটে দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার চত্বর থেকে একটি শোভা যাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে শহীদদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাদ আহম্মেদ, জেলা মুিক্তযোদ্ধা সংসদ কমান্ডার জীতেন্দ্র নাথ রায়, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, উদীচী ঠাকুরগাঁও সংসদের সভাপতি সেতারা বেগম প্রমুখ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে কবিতা আবৃত্তি ও মুক্ত নাটক, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সম্মাননা প্রদান করা হয়। উলে­খ্য ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিন হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও জেলা। অন্যদিকে জেলার পীরগঞ্জ উপজেলায় হানাদার মুক্ত দিবস উপলেক্ষ্য র্রালী বের হয়। ৩ ডিসেম্বর, ২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে