ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈর থানার চোপড়া এলাকার ছেলে পিপলু রায়। সে ঠাকুরগাঁয়ের ন্যাশনাল বিশ্ব বিদ্যালয়ের অর্নাসের শেষ বর্ষের ছাত্র। হাড়ভাঙা পরিশ্রম করে পরিবারের খরচ জোগিয়ে রাতে রিকশার গ্যারেজে পড়াশোনা করে তিনি অর্নাস (জিওলজি) পরিক্ষার্থী। পরিবারের সদস্যদের আহার জোগাতে রিকশা চালানোই তার পেশা হিসেবে বেছে নিতে হয়েছে । কিন্তু পড়াশোনায় ছিল তার অগাধ নেশা।
দিনভর কষ্ট করে রিকশা চালিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বর্তমানে তার বেশ বেগ পেতে হচ্ছিল। তার জীবনের এ করুন পরিনতি দেখে সাহায্যের হাত বাড়ালেন আবুল কালাম আজাদ নামে এক পুলিশ কর্মকর্তা। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) নিজের বেতনের টাকা থেকে পিপুল রায়কে পরীক্ষার খরচ দিয়ে তাকে একটি ফার্নিচার তৈরির প্রতিষ্ঠানে ম্যানেজার হিসাবে চাকুরির ব্যবস্থা করে দিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
(ফেসবুক থেকে সংগৃহীত)