শুক্রবার, ০৪ ডিসেম্বর, ২০১৫, ১১:০৩:০৮

ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

ফরিদুল ইসলাম (রঞ্জু), ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঠাকুরগাঁওয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করলো ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।মনোনয়নপত্র গ্রহণ করেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আ.ফ.ম ফজলে রাব্বী।আওয়ামীলীগের পক্ষে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আক্তার মোল্লা। বিএনপির পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি মির্জা ফয়সাল আমীন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক পৌর চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী সরকার, গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরী ,মাহফুজুল ইসলাম ও জামায়াত সমর্থিত প্রার্থী মোঃ আব্দুল হাকিম জিহাদী।এছাড়া কাউন্সিলর পদে ১২টি ওয়ার্ডের (সাধারণ) ৫৩জন ও ৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম শেখ বিপু বলেন, শান্তিপুর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে অত্র ওয়ার্ড থেকে জনগণ আমাকেই নির্বাচিত করবে বলে আশা রাখি। পৌর মেয়র পদের আওয়ামীলীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা বলেন, দল থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। আশা করি বিপুল ভোটে বিজয়ী হবো। অপর দিকে বিএনপি’র মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীন বলেন, সুষ্ঠ নির্বাচন হলে বিজয় বিএনপির ঘরেই আসবে। ৪ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে