ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুলের সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী রমেশ সেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের লড়াইটা বেশ জমবে বলেই মনে করছেন এখানকার ভোটাররা। আসনটির জন্মলগ্ন থেকে জয়-পরাজয়ের হিসেব বলছে, এটা আওয়ামী লীগের ঘাঁটি। তাদের আছে শক্তিশালী জনপ্রিয় প্রার্থী রমেশ সেন। অন্যদিকে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯৯১ ও ১৯৯৬ এর জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে এখান থেকে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী খাদেমুল ইসলাম। মাঝে ২০০১ সালে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২০০৮ ও ২০১৪ সালে এই এলাকায় থেকে সংসদ ভবনের টিকিট পান রমেশ চন্দ্র সেন।
এলাকাঘুরে দেখা যায়, সর্বত্র নৌকা প্রতীকের পোস্টার। প্রার্থীদের কেউ কেউ বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প অফিস বসিয়ে প্রচারণা চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। আবার কেউ অনলাইনে নিজের পেজ খুলে উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রচারণা করছেন।
অন্যদিকে গত ১১ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুলকে ধানের শীষ প্রতীকে নির্বাচন প্রচারণায় দেখা গেলেও তা এখন দেখা যাচ্ছে না। কিছু নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করলেও এখন নিজ নিজ এলাকার দেয়ালে তাদের কারো পোস্টার চোখে পড়েনি।
ঠাকুরগাঁও-১ আসনের নৌকা মার্কার প্রার্থী রমেশ সেন বলেন, জনগন এলাকায় উন্নয়ন দেখেই নৌকাকে ভোট দিবে। এই আসনে বিগত ১০ বছরে যে পরিমান উন্নয়ন হয়েছে তা জোট সরকারে আমলে কখনই সম্ভব হয়নি আর হবেও না।
সাধারণ ভোটাররা বলছেন, ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীই জনপ্রিয়। ২০১৪ সালের মতো নির্বাচন না হলে নির্বাচনে কে জিতবে আর কে হারবে সেটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না।
সূত্র: ইত্তেফাক