নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণের সময় মির্জা ফখরুলের স্ত্রীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে।
নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে অব্যাহত হামলা মামলার প্রতিবাদে ও রির্টানিং কর্মকর্তার কাছে বিচার না পাওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলনে করেছে জেলা বিএনপি। জেলা বিএনপি’র আয়োজনে বুধবার দুপুরে মির্জা ফখরুলের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রীর ওপর হামলা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকায় লিফলেট বিতরণের সময় মির্জা ফখরুলের স্ত্রীর ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে। একই সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।
রাহাত আরা বেগম অভিযোগ করে বলেন, সকালে ঠাকুরগাঁও পৌর শহরের বসিরপাড়া এলাকায় ধানের শীষের প্রচারণা ও লিফলেট বিতরণ করতে গেলে ছাত্রলীগের ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলার চেষ্টা করে। পরে তাদেরকে অনুরোধ করলে আমাকে ছেড়ে দেয়া হয়। প্রাণভয়ে আমরা ওই স্থান ত্যাগ করি। এভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমরা কি তাহলে থাকতে পারবো নির্বাচনে এমন কর্মকান্ড করলে? এ নির্বাচন কি প্রহসনের নির্বাচন? এটাই কি নির্বাচনী পরিবেশ? এসময় নির্বাচনের পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবেন। এসময় গণমাধ্যমকর্মীদেরও তিনি অনুরোধ জানান এসব অন্যায় অবিচার তুলে ধরতে ও নির্বাচন সুষ্ঠু হতে সহায়তা করতে। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য হামলা করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, অফিস ভাঙচুর করছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। নির্বাচন কমিশন ও প্রশাসনকে অনুরোধ করব, সুষ্ঠুভাবে যেন ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবশে তৈরি করুন। এসময় মির্জা ফখরুলের মেয়ে মির্জা সামারোহ, জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।