বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫, ০৬:৫০:০৯

রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

  রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুুরগাঁওয়ে রাণীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকরীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন মাহমুদ দীপা। এর আগে চলতি সপ্তাহে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম একটি রিট আবেদন করেন। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে নির্বাচন কমিশন ২৩৫ পৌরসভার তফসিল ঘোষণা করেছে। ১০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে