সোমবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৯, ১০:৪৯:০৭

ঠাকুরগাঁওয়ে এক গাভীর ৩টি বাছুর প্রসব!

ঠাকুরগাঁওয়ে এক গাভীর ৩টি বাছুর প্রসব!

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার কুজিশহর গ্রামে একটি গাভীর ৩টি বাছুর জন্ম দিয়েছে। শনিবার রাতে কৃষক শাহ আলমের বাড়িতে তার একটি ফ্রিজিয়ান গাভী একই সঙ্গে এই ৩টি বাছুরের জন্ম দেয়। বর্তমানে ওই বাড়িতে দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে একনজর গাভী ও বাছুরদের দেখতে।

কুজিশহর গ্রামের শাহালম ৫ বছর আগে ২০ হাজার টাকায় একটি ফ্রিজিয়ান গরু কিনেন। ওই গরুটি কেনার ৩ বছরের মাথায় একটি বকনা বাছুর জন্ম নেয়। সেটি লালন পালন করে গরুতে পরিপূর্ণ হয়। পরের গরুটি লালন পালন শেষে ২ বছরের মাথায় শনিবার রাতে কৃষক শাহ আলমের বাড়িতে পরের ফ্রিজিয়ান গরুটি একই সঙ্গে ৩টি বাছুর জন্ম দেয়। বাছুরগুলো একটু দুর্বল প্রকৃতির হওয়ায় গৃহকর্তা ফিডারে করে বাছুরগুলোকে দুধ খাওয়াছেন। বর্তমানে শীতের কারণে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বাছুর গুলোর শরীর গরম রাখা হচ্ছে। 

এদিকে একই সঙ্গে ৩টি বাছুর জন্ম নেওয়ায় বর্তমানে শাহালমের বাড়িতে উৎসূক জনতার ভিড় জমে উঠেছে। দর্শনার্থী রিপন বলেন, আমরা ছাগলের ২/৩টি বাচ্চা হওয়ার বিষয় জানি। কিন্তু গরুর ক্ষেত্রে সাধারণত একটি বেশি বাচ্চা হয় না। একই সঙ্গে ৩টি বাছুর জন্ম নেওয়ার ঘটনা এ এলাকায় প্রথম। তাই শাহ আলমের বাড়িতে গাভীটির বাছুরগুলো দেখার জন্য এসেছি।

এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুর রহিম বলেন, সদর উপজেলার কুজিশহর গ্রামে একটি ফ্রিজিয়ান গরুর ৩টি বাছুর জন্ম নেওয়ার খবর পেয়েছি। জেনেটিক্যাল কারণে সাধারণ একাধিক বাচ্চা গর্ভধারণ করে থাকে। শাহ আলমের গাভীর বাছুর ৩টি বর্তমানে সুস্থ আছে। তিনি আরো বলেন, বাছুরগুলোকে সুস্থ রাখার ব্যাপারে স্থানীয় প্রাণী সম্পদ কর্মীদের মাধ্যমে ওই কৃষক পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে। দুই একদিনে নিজেও দেখার জন্য যাব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে