সংবর্ধনায় চেয়ার পেলেন না মুক্তিযোদ্ধারা
ঠাকুরগাঁও প্রতিনিধি : বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের অনেকেই চেয়ার পাননি বলে জানা গেছে। ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদের অায়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাকে ভবনের বাইরে বাউন্ডারি ওয়ালে বসে সংবর্ধনা নিতে দেখা গেছে।
এ চিত্র দেখা গেছে বুধবার ঠাকুরগাঁও শহরের অার্ট গ্যালারির মুক্তিযোদ্ধা সংসদে।
এ সময় তারা অতিথি জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশীর বক্তব্য শুনছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ অাসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অনুষ্ঠানে অতিথিরা সব চেয়ার দখল করে বসে থাকলেও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে দাঁড়িয়েই বক্তব্য শুনতে দেখা গেছে। কয়েকজন মুক্তিযোদ্ধা আক্ষেপ করে বলেন, যাদের ভাগ্যে বসার জন্য একটা চেয়ার জুটে না তাদের অাবার সংবর্ধনা।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সম্মানিত ব্যক্তি। কিন্তু বাউন্ডারি ওয়ালে বসে থাকা মুক্তিযোদ্ধাদের চেয়ারের ব্যবস্থা করা দরকার ছিল। এভাবে সংবর্ধনা দেয়া ঠিক হয়নি।
উল্লেখ্য, অনুষ্ঠানে দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে বস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
১৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম