ঠাকুরগাঁওয়ে হাড় কাঁপানো শীত
মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: শীত মৌসুম এসে গেছে তাই শীতের তীব্রতা বেড়েই চলছে ঠাকুরগাঁও জেলা সহ উত্তরবঙ্গের সব জেলাতেই। শীতের তীব্রতা ঠেকাতে প্রস্তুুতি নিচ্ছেন ঠাকুরগাঁও জেলার-উপজেলার সকল স্তরের মানুষ। এই হাড় কাঁপানো শীতের হাত থেকে রেহাই পেতে গরম কাপড় কিনতে দোকান গুলোতে লক্ষ করা গেছে শীতের কাপড় কিনতে আশা মানুষের উপচে পড়া ভিড়।
এমনই দৃশ্য দেখা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও শহরের প্রাণ কেন্দ্র বড়মাঠ এবং ঠাকুরগাঁও রোড এলাকায়। হাড় কাঁপানো কনকনে শীতে এ উপজেলার অসহায় ও ছিন্ন মূল মানুয়েরা দিশেহারা হয়ে পড়েছে। শীতের হাত থেকে বাঁচার জন্য এবং দারিদ্র, অসহায় ও ছিন্নমূল শ্রেণীর মানুষেরা পুরাতন কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে। তবে মোকাম কাপড়ের দাম বৃদ্বি পাওয়ায় খুচরা বাজারেও এর দামের প্রভাব পড়েছে। দাম একটু বেশী হলেও মানুষের ক্রয় সীমার মধ্যে গরম কাপড়ের দাম রয়েছে বলে জানিয়েছেন পুরাতন কাপড় ব্যাবসায়ীরা ।
শহরের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও শহরের কালিতলা বাজার, চৌধুরীহাট, খোচাবাড়িরি, গড়েয়া হাটসহ ছোট খাটো বাজার গুলোতে বসেছে পুরাতন কাপড়ের বৃহৎ সব দোকান। ছোট-বড় সব বয়সের মানুষের
বিভিন্ন শিতের পোষাক পাওয়া যাচ্ছে এ মার্কেটে।
শীতের প্রকোপ বৃদ্ধির সাথে সাথে এসব দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। সকাল থেকে শুরু করে গভির রাত পর্যন্ত খোলা থাকে এসব কাপড়ের দোকান। কম পয়সার পছন্দের গরম কাপর কিনতে মানুষ এ দোকান গুলোতে ভিড়
জমাচ্ছেন ।
পুরাতন কাপড় ব্যাবসায়ীরা এবার প্রচুর পরিমানে গরমের কাপড় তুলেছেন। গত বছরের তুলনায় মোকামে এবার প্রতি বেল কাপরের দাম বৃদ্ধি পাওয়াতে খুচরা বাজরেও এর প্রভাব পরেছে।
পুরাতন কাপড় ব্যাবসায়ী মো: নজরুল ইসলাম জানান, দাম একটু বেশী হলেও মানুষের নাগালের মধ্যে রয়েছে গরম কাপড়ের দাম। ৪০ টাকা থেকে শুরু করে ৫০০/৮০০ টাকা পর্যন্ত পুরাতন কাপড় পাওয়া যাচ্ছে তাদের কাছে।
পুরাতন কাপড় কিনতে আসা খোচা বাড়ির আব্দুল করিম এবং মুনসুর আলী বলেন, এই পুরাতন কাপড়ের মার্কেটে বিভিন্ন ডিজাইনের ও আনকমন কাপড় পাওয়া যায় তাই এই মার্কেটে আসা।
অপরদিকে মুন্সিরহাঁট এলাকা থেকে সালমা জানান, অল্প টাকায় ছেলে-মেয়েদের জন্য কাপড় কিনতে পারছি এবং শীত থেকে রেহাই পেতে বেশি টাকায় কাপড় কেনার সামর্থ না থাকায় এ মার্কেটে আশা।
এই হাড় কাঁপানো তীব্র শীতের হাত থেকে রেহাই পেতে ঠাকুরগাঁও শহরের আশে পাশের কয়েকটি উপজেলা সহ বিভিন্ন এলাকার লোকজনের পদচারনায় প্রতিদিনই মুখরিত হয়ে উঠছে পুরাতন কাপড়ের দোকানগুলো।
২৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস
�