ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে মামুন (২২) নামে এক বাংলাদেশি যুবককে পি'টিয়ে ও পাথর ছু'ড়ে হ'ত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার সকালে নাগর নদী থেকে তার লা'শ উ'দ্ধার করা হয়। নিহ'ত মামুন উপজেলার হরিণমারী-খটপাড়া গ্রামের সাদেকুল ইসলামের ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী।
আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু জানান, শনিবার মামুনসহ ৭-৮ জন ব্যবসায়ী গরু আনতে সীমা'ন্তের ওপারে ভারতে যান। রাতে তারা রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের সোনামতি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধা'ওয়া করে মামুনকে ধ'রে ফেলে। এরপর পি'টিয়ে ও পাথর ছুড়ে হ'ত্যার পর মামুনের লাশ নাগর নদীতে ফেলে দেয় বিএসএফ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, স্থানীয়রা নদীতে লা'শ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লা'শ উ'দ্ধার করে।