ঠাকুরগাঁও: যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। সেই সঙ্গে যারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজারে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি এ কথা বলেন।
মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি তানভিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সদর থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এর বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা। কাজেই যারা মাদকের সঙ্গে জড়িত আছেন তারা সময় থাকতে ভালো হয়ে যান। তওবা করে ফিরে আসেন। ভালো হতে কিন্তু পয়সা লাগে না।
এ সময় বিট পুলিশিং সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভুলন বালা, জেলা পরিষদ সদস্য আমিনুল হক চৌধুরি, সদর থানার উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম, জামালপুর ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপ-পরিদর্শক হাসেম আলী প্রমুখ।
সভা শেষ করে স্থানীয় কয়েকজন মাদক বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে আসেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
তানভিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। ঠাকুরগাঁও থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাদক বিক্রেতাদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।