শনিবার, ০৯ জানুয়ারী, ২০১৬, ০৭:২২:৩৫

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান

 ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান

মোঃ রাসেদুজ্জামান সাজু, হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলা ১নং গেদুড়া মলানী ক্যাম্পের ৩০ বর্ডার গার্ড কর্তৃক অব্যাহত মাদক চোরাচালন বিরোধী অভিযান পরিচালনার ফলে ঠাকুরগাঁও এর সিমান্ত এলাকায় বিপুল পরিমান মাদক দ্রব্য আটক করা হয়েছে। উক্ত অভিযান পরিচালনার ফলে সীমান্তবর্তী এলাকায় মাদক দ্রব্য চোরা চালানীদের কার্যক্রম বর্তমানে কোনঠাসা হয়ে পড়েছে। উক্ত মাদক চোরাচালান বিরোধী অব্যাহত অভিযানের অংশ হিসাবে ৮ জানুয়ারী ২০১৬ ইং তারিখে রাত্রী ৯.০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় মলানী বিওপি হতে সুবেদার আনসার আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল টিম সীমান্ত মেইন পিলার একাত্তর হতে বাংলাদেশের ৩০০ গজ অভ্যান্তরে কাঠালডাঙ্গী গ্রাম মানিকের বাড়ি ঘেরাও করে তার আঙ্গীনা থেকে মাটির নিচে পুতে রাখা ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৩,১২৭/= ৩০ বিজিবি কর্তৃক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। ৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে