মোঃ রাসেদুজ্জামান সাজু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে স্থগিত ৩ টি কেন্দ্রেরর পুনঃভোট গ্রহন ১২ জানুয়ারি।
এ উপলক্ষে প্রচারণায় আবার মুখর হয়ে ওঠেছে ঠাকুরগাঁও। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বাড়ি-বাড়ি, অলি-গলি চষে বেড়াচ্ছেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ব্যালট পেপার ও নির্বাচনী মালামাল লুটের ঘটনায় ঠাকুরগাঁও পৌরসভার তিনটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। গোবিন্দ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনষ্টিটিউট, ও সরকারি মহিলা কলেজ কেন্দ্র সহ এই ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ ১২ জানুয়ারি ।
গত ৩০ তারিখের ভোটে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৫৭৫৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তহমিনা আক্তার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ১০৭০১।
উল্লেখ্য ৩০ তারিখের ভোটে ৫ হাজার ৫৮ ভোটে এগিয়ে আছে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা ফয়সল আমীন। স্থগিত ৩ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬৩৬১ জন। জেলা নির্বাচন অফিস সুত্রে এ খবর জানা গেছে।
১০ জানুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/প্রতিনিধি/এইচএস/কেএস