মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬, ০৮:০০:৪৫

জয়ের মালা মির্জা ফখরুলের ভাইয়ের গলায়

 জয়ের মালা মির্জা ফখরুলের ভাইয়ের গলায়

ঠাকুরগাঁও : মেয়র নির্বাচিত হওয়ার খবর জেনে মির্জা ফয়সলের গলায় ফুলের মালা পরিয়ে দেন কর্মী-সমর্থকরা।  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনকে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে স্থগিত তিনটি কেন্দ্রে ভোটের ফলাফলের ভিত্তিতে মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থগিত ৩টি ভোটকেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ২ হাজার ৮শ ৬৭টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা নৌকা প্রতীকে পেয়েছেন ৯শ’ ৭৬টি ভোট।

সবমিলিয়ে মির্জা ফয়সল আমিন ভোট পেয়েছেন ১৯ হাজার ১শ’ ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা মোল্লা পেয়েছেন ১২ হাজার ৬শ ২৭ ভোট।  

এর আগে ৩০ ডিসেম্বর ২১টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন ভোট পেয়েছেন ১৬ হাজার ৩২৯ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী তাহমিনা আক্তার মোল্লা পেয়েছেন ১১ হাজার ৬৫১ ভোট।  

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম সোলায়মান আলী সরকার ৪ হাজার ১১৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ (পুরুষ) কেন্দ্রের ভোটের ফলাফল স্থগিত করা হয়।
১২ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে