ঠাকুরগাঁওয়ে নিজ ঘরে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। শনিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোনালী আক্তার (৩২), সে হাজিমুল আলীর স্ত্রী। নিহতের স্বামী হাজিমুল জানিয়েছেন, তিনি সকাল ৭টার মধ্যে ব্যবসার কাজে চলে যান। পরে মুঠোফোনে জানতে পারেন তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
হাজিমুল জানান, পরপর তিন ছেলে হয়েছে আমাদের। আমার স্ত্রীর একটি কন্যাসন্তানের খুব শখ ছিল। চার মাস আগে জন্মগত হৃদরোগ ও ডায়াবেটিস আক্রান্ত হয়ে আমাদের তৃতীয় ছেলের জন্ম হয়। সেই থেকে আমার স্ত্রী মানসিকভাবে খুব ভেঙে পড়ে। প্রতিদিন রাতে কান্নাকাটি করতো, আর আফসোস করতো। আমি অনেক বোঝাতাম। ভরসা রাখতে বলতাম।
প্রতিবেশী তাহমিনা তামান্না বলেন, সোনালী ভাবি তৃতীয়সন্তানের জন্য হতাশায় ভুগছিলেন। অনেক টাকা পয়সাও দৈনিক খরচ করতেন সন্তানের চিকিৎসার জন্য। তাকে প্রায় বলতে শোনা যেত এ জীবন রাখবো না। মাঝে মাঝে সন্তানদের মেরে আত্মহত্যা করতে চাইতেন। আমরা অনেক বোঝাতাম। সান্তনা দিতাম। ঘটনাটি বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত।
স্থানীয় জাহাঙ্গীর আলম বলেন, নিহতের স্বামী কাজে চলে যাওয়ার পর অনেক্ষণ দরজা বন্ধ থাকায় এবং অনেক ডাকাডাকিতেও কোনো সাড়া না পেলে পরিবারের লোকজন আমাদের খবর দেয়। আমরা দরজা ভেঙে দেখি ঘরের আঁড়ার সঙ্গে ঝুলছে।
স্থানীয় ইউপি সদস্য কুলুরাম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হতাশাগ্রস্ত বা পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটাতে পারে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।